ওঁরা প্রতিদিন সাতসকালে সবুজ বিক্রি করেন আমাদের, আজ দান করলেন লাল রক্ত! আনাজ বিক্রেতাদের উদ্যোগে মহতি রক্তদান নদীয়ার শান্তিপুরে

শান্তিপুর রেল বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় শান্তিপুর রেল বাজার নিকটস্থ অঞ্চলে আজ 23 শে মার্চ মঙ্গলবার অনুষ্ঠিত হলো এক রক্তদান শিবিরের অনুষ্ঠান । উক্ত অনুষ্ঠানে রেল স্টেশন সংলগ্ন অঞ্চলের ব্যাবসায়ী মহল থেকে শুরু করে আর্থিক ভাবে অনগ্রসর সম্পন্ন মানুষেরও এগিয়ে এসেছেন বলেই জানা যাচ্ছে । রেল বাজারের সবজি বিক্রেতা আনওয়ারা বিবি এক আত্মীয়ের প্রাণ বাঁচাতে অতীতে একবার হন্যে হয়ে ঘুরে ছিলেন রক্তের সন্ধানে , রিতা মন্ডল তার এগারো ক্লাসে পড়া ছেলের মানসিক দৃঢ়তা তৈরী করতে , লক্ষ্মী দত্ত সকলকে দেখে উৎসাহিত হয়ে তাদের রক্ত দান করে। এবং ইনাদের দেখে তাদের পরিবারকে ও আমাদের প্রত্যেক কে উৎসাহ প্রদান করছেন, এমনটাই জানালেন বাজার কমিটির কর্মকর্তারা । উপস্থিত কৃষ্ণনগর ব্লাড ব্যাংকের আগন্তুক রক্ত সংগ্রাহকরা জানান ওঁদের সংগ্রামী জীবনের রক্তের বিন্দু সমাজের সর্বস্তরের মানুষের চলার পথের পাথেয় হোক এবং সংগঠিত হোক এক লড়াকু এবং আত্ম প্রত্যয়ে ভরপুর বলিষ্ঠ সভ্যতা, ।
অন্যদিকে রেল বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতি সূত্রে জানা যাচ্ছে প্রায় 150 জন মানুষ এই অনুষ্ঠানে রক্ত দান করেছেন । বছরে বিভিন্ন সময় বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ড অংশ গ্রহণ করেন শান্তিপুর রেল বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতি ; করোনা , আম ফানের মত প্রাকৃতিক দুর্যোগে ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষের যথেষ্ট ত্রান সামগ্রী প্রদান করেছেন বলেই সূত্রের খবর । যদিও এই রক্তদান শিবিরের অনুষ্ঠান তাদের এবছরই প্রথম এবং তাদের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়েছে শান্তিপুর রেল বাজার ব্যাবসায়িক কল্যাণ সমিতি নেতৃত্বাধীন সকল সামাজিক , সেবামূলক ও গঠনমূলক এবং সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার সরকারি রেজিস্ট্রেশন নাম্বার সহ নিজেদের অফিস ঘর ।
শুধু রক্তদান নয়, অনুষ্ঠিত হবে ও পরিচালিত হবে আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য বিভিন্ন প্রকার সেবা মূলক কর্মকাণ্ডের লড়াই জারি থাকবে ।