এস এফ আই এর পক্ষ থেকে মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের ফ্রি কোচিংয়ের আয়োজন

মলয় দে, নদীয়া :- হাতে মাত্র আর কিছুদিন সামনেই মাধ্যমিক পরীক্ষা, হরিপুর অঞ্চল এসএফআইয়ের ইউনিট সম্পাদক দীপঙ্কর হালদার সভাপতি কোয়েল মন্ডল দুজনেই এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী। তারা সংগঠনগত ভাবে শান্তিপুর ইউনিট কমিটির সম্পাদক প্রামানিককে জানায় অন্তত সপ্তাহে একটি দিন ফ্রি কোচিং সেন্টারের ব্যবস্থা করা যায় কিনা দেখতে। এ ব্যাপারে নদীয়া জেলার সম্পাদিকা মৌপ্রিয়া প্রিয়া রাহা শিক্ষক সংগঠন এবিটি এর দায়িত্বে থাকা শিক্ষকদের সাথে কথা বলে গত ৩১ জানুয়ারী রবিবার হরিপুর হাই স্কুলের পাশে ওই অঞ্চলের কুড়ি জন মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি ফ্রি কোচিং ক্লাসের ব্যবস্থা করেন। এর পরবর্তীতে গতকাল রবিবার দ্বিতীয়বারের জন্য দীর্ঘ তিন ঘন্টার পড়াশোনা বিষয়ক আলোচনার ব্যবস্থ্যা করা হয় ।

স্থানীয় মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিপ্লব মন্ডল এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য অজয় সাহা এ ব্যাপারে তাদের সহযোগিতা করেছে। ছাত্র-ছাত্রীরা জানান দীর্ঘদিন তারা পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন জটিল বিষয় বুঝতে পারছিলেন না, সেগুলো সমাধান হওয়াই যথেষ্ট খুশি। শান্তিপুর এসএফআই ইউনিটের সম্পাদক অয়ন প্রামানিক , সভাপতি বাবলু শেখ জানান আপাতত বিষয়টি হরিপুরের সীমাবদ্ধ থাকলেও আগামীতে, বিভিন্ন অঞ্চলে এবং শহরে করার চিন্তাভাবনা আছে। শান্তিপুর সিপিআইএম জোনাল সম্পাদক সৌমেন মাহাতো এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন,অতীতেও কৃত্তিবাস জনকল্যাণ কেন্দ্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে এ ধরনের আয়োজন হয়েছিলো, একাধিকবার। আবারো তা সচল রাখার প্রয়াস কে ধন্যবাদ জানায় ছাত্র ছাত্রীরা।