এলাকাবাসী এবং দমকল দপ্তরের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বাঁচলো প্রতিবেশীরা! নদীয়া শান্তিপুরে ভয়াবহ আগুন
মলয় দে নদীয়া :-
শান্তিপুর নৃসিংহ পুর হাউসইাট কলোনিতে সমীর ওঝার বাড়িতে ভয়াবহ আগুন! স্থানীয় সূত্রে জানা গেছে সমীরবাবু সেন্টারিং এর কাজে বের হওয়ার পর বয়স্ক মা উর্মিলা ওঝা দুপুরের রান্নার ব্যবস্থা করতে গিয়েই ঘটে এই বিপত্তি হঠাৎই তিনি দেখেন ওভেনের একটা অংশে এবং একই সাথে সিলিন্ডারের মাথা থেকে জ্বলছে আগুন তিনি ভয়ে নবনির্মিত এই ঘর থেকে বেরিয়ে এসে চেঁচামেচি করেন ছুটে আসে প্রতিবেশীরা একদিকে খবর দেওয়া হয় স্থানীয় মেম্বারকে অন্যদিকে দমকল দফতরে। তবে এলাকাবাসীরা সকলে হাতে হাত লাগিয়ে জল দিতে থাকে আগুনের ভয়াবহতা বৃদ্ধি হওয়ার মুখেই পৌঁছে যায় শান্তিপুর অগ্নি নির্বাপন কেন্দ্রের পুলিশ কর্মীরা তাদের প্রচেষ্টায় আশেপাশের বিভিন্ন বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার সরিয়ে ফেলা হয় এবং আগুন নিয়ন্ত্রণে আসে জল গ্যাস প্রয়োগের ফলে সময় লেগে যায় প্রায় এক ঘন্টা। তবে নবনির্বিত বাড়ি হওয়ার কারণে ঘরে সেই অর্থে কোন আসবাবপত্র বা মূল্যবান সামগ্রী ছিল না তাই আগুনে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। তবে আগুনের হাত থেকে অল্পের জন্য বেঁচে গেল প্রতিবেশী বেশ কিছু বাড়ির মানুষজন।
এদিন আগুন নেভানোর পর এক সচেতনতামূলক কর্মসূচি করে সাধারণ মানুষের মধ্যে প্রাথমিক কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এবং গ্যাসে রান্না করতে গেলে কোন কোন বিষয় সাবধানতার সঙ্গে মেনে চলা উচিত তাও সবিস্তারে বর্ণনা করা হয়। একদিকে আগুন নেভানো অন্যদিকে দমকল কর্মীদের অ্যাওয়ারনে কর্মসূচি তে খুশি এলাকাবাসী।