এবার কৃষ্ণনগরও শুভেন্দুময় পোস্টারে সুসজ্জিত, রাজনৈতিক সমীকরণ বদলের শোরগোল বাজার থেকে চায়ের দোকান

মলয় দে, নদীয়া, ১৫ ডিসেম্বর :- দিন যত এগিয়ে আসছে, ততই সমীকরণ বদলাচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপটে, বিশেষত নদীয়াতে। এর আগে চাকদহ, রানাঘাট, কৃষ্ণনগর শান্তিপুর বিভিন্ন জায়গায় রাজীব বন্দ্যোপাধ্যায় পোস্টার পড়লেও শুভেন্দু বন্দোপাধ্যায়ের অনুগামীদের আবেগের বহিঃপ্রকাশ খুব একটা দেখা যায়নি নদীয়ায়। তবে গতকাল রানাঘাট পৌরসভাতে শুভেন্দু অধিকারীর পোস্টার পড়ার পর কৃষ্ণনগর আজ ভোরের অন্ধকার কাটার পর, জনসমক্ষে স্পষ্ট হয় শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার তাতে লেখা “আমরা চলি দাদার সাথে কে আমাদের বাঁধবে, সোনার চামচ মুখে যাদের কাঁদবে তারা কাঁদবে ” । শুধু এক জায়গায় নয় কৃষ্ণনগর ফোয়ারার মোড়, পোস্ট অফিসের মোড়, এবং সদরের মোড় আপাতত এই তিন জায়গায় পোস্টার দেখা গেছে । বিশেষ সূত্রে জানা যায়, আরো বেশ কিছু জায়গায় পোস্টার পড়লেও তা গোপন ভাবে খুলে ফেলা হচ্ছে, তবে সে কাজ কি বা কারা করছে তা স্পষ্ট নয়। চায়ের দোকান থেকে বাজার, গলি থেকে রাজপথ ট্রেনে বাসে নানান রাজনৈতিক জল্পনার শোরগোলে মাতোয়ারা কৃষ্ণনগর নদীয়া।