এটিএম গ্রাহকদের চুরির টাকা উদ্ধার করল মুর্শিদাবাদ জেলা পুলিশ


নিউজ ডেস্ক :- আজ মুর্শিদাবাদ পুলিশ সুপার কে সবরী রাজকুমার একটি সাংবাদিক বৈঠক করেন, তিনি জানান যে গত কয়েক মাস ধরে এটিএম গ্রাহকদের টাকা চুরি হয়ে যাচ্ছিল। এই অভিযোগে মুর্শিদাবাদ জেলা পুলিশ কান্দি সাব ডিভিশনের সালার থানা ও ভরতপুর থানা এলাকায় অভিযান চালায় এসডিপিও এবং ওসি। এরপরই অত্যন্ত তৎপরতার সঙ্গে ফুলেশ্বর এর বাসিন্দা শামীম নস্কর কে গ্রেপ্তার করা হয় । এটিএম থেকে দু লক্ষ্ কুড়ি হাজার টাকা চুরি হয়। বিভিন্ন রকম ভাবে সিসিটিভি ফুটেজ দেখে আসামি কে গ্রেফতার করা হয় ,এখনো পর্যন্ত এক লক্ষ তিরিশ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।সূত্রের খবর যাদের টাকা চুরি হয়েছে বলে অভিযোগ জমা পড়েছিল , তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।
পুলিশ সুপার জানান, এটিএম গ্রাহকদের প্রতি আবেদন যে তারা বুঝতে না পারলে এটিএম সিকিউরিটির সাহায্য নিন, অচেনা ব্যক্তির সাহায্য নেবেন না, মেসেজ ফলো করুন, অসুবিধা মনে হলে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন। তিনি আরো বলেন মানুষদের অনেক সচেনতা করা হয়েছে আবারও মুর্শিদাবাদ পুলিশ পক্ষ থেকে সচেতন করা হচ্ছে।