এক মঞ্চে ২৮ জোড়া পাত্র পাত্রীর গণবিবাহ

মহম্মদ নাজিম আক্তার, মালদা :- ইন্টারন্যাশনাল চ্যারিটি অর্গানিজেশন অর্থানুকুল্যে ও বাইথুস শারেকা আল খাইরি ট্রাষ্ট এর ব্যবস্থাপনায় এবং জামাআতে ইসলামী হিন্দ্ এর সহযোগিতায় ইংলিশ বাজার ব্লকের বুধীয়া হাই মাদ্রাসায় আদর্শ গণবিবাহ অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল চ্যারিটি অর্গানাইজেশনের কেন্দ্রীয় প্রোতিনীধি মোহাম্মদ কাবির-প্রজেক্ট কো-অর্ডিনেটর বাইথুস শারেকা আল খাইরি ট্রাষ্ট।

সমাজে পণপ্রথা দূরীকরণ, বিবাহ সহজীকরণ সহ একাধিক উদ্দেশ্য নিয়ে এই গণবিবাহ আয়োজন করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য আজকের এই গন বিবাহ অনুষ্ঠানে উদ্যোক্তারা পাত্রীকে সোনার গয়না এবং বর ও কনেকে যাবতীয় পোশাক পরিচ্ছদ এবং যাতায়াতের জন্য গাড়ি ভাড়া বাবদ কিছু নগদ অর্থ প্রদান করা হয়।আজকের গণবিবাহে ২৮ জোড়া তথা ৫৬ জন যুবক যুবতীর বিবাহ সম্পন্ন হলো।আজকের এই পুরো অনুষ্ঠানের প্রবেশদ্বারে স্যানিটাইজার এবং মাক্স প্রদানের ব্যবস্থা লক্ষ্য করার মতো, আগত সমস্ত প্রতিনিধিদের হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয় এবং মাস্ক প্রদান করা হয়।