উদ্বোধন হল বীরভূম জেলা বইমেলা

অরবিন্দ মন্ডল, রামপুরহাট : – রামপুরহাটে শুভ উদ্বোধন হল বীরভূম জেলার বইমেলা। এবারের বইমেলার ৩৯তম বর্ষ পালিত হচ্ছে। বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীরভূম জেলার শাসক ডক্টর বিজয় ভারতী। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের কৃষি মন্ত্রী ডক্টর আশীষ বন্দোপাধ্যায়, জেলা গ্রন্থাগারিক নির্মাল্য অধিকারী, মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং বোলপুরের সাংসদ অসিত মাল এছাড়াও আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন বই মেলায় বিভিন্ন বইয়ের প্রকাশ করেন মন্ত্রী আশীষ বন্দোপাধ্যায় এবং জেলাশাসক বিজয় ভারতী।