ইয়াস ঝড়ের দাপট,বজ্রাঘাতে মৃত্যু

ইয়াস ঝড়ের দাপট,, তখন রাজ্যের দুর্যোগের ঘনঘটা,, প্লাবিত অনেক উপকূলবর্তী অঞ্চল বা গ্রাম। মুর্শিদাবাদ জেলার হরিহর পাড়া ব্লকের স্বরুপুর অঞ্চলের রমনা বিল পাড়া এলাকার কিছু মানুষ মাছ ধরতে যায় জলাঙ্গা বিল এ। আর শুরু হয়ে যায় বৃষ্টি, বিলের ধারে একটি কুরো ঘরে নেই আশ্রয় আর তখনই বজ্রাঘাতে মৃত্যু হয় তাহাসেন শেখ বয়স 18 ও শহিদুল ইসলাম বয়স 17। আর বাকি চারজন কে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় নিয়ে যাওয়া হয়।