ইন্দাসের সংহতি ভবনে অনুষ্ঠিত হলো পুরোহিত সম্মেলন

নরেশ ভকত, বাঁকুড়াঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিতদের সম্মান জানিয়ে মাসিক ভাতার ব্যবস্থা করেছেন । মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের সমস্ত পুরোহিতরা । এবার বাঁকুড়া জেলার ইন্দাসের সংহতি ভবনে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো পুরোহিত সম্মেলন । যেখানে ইন্দাস ব্লকের ইন্দাস – ১ ও ২ অঞ্চল, আমরুল, করিশুণ্ডা ও রোল অঞ্চল সহ মোট পাঁচটি অঞ্চলে চারশো জন পুরোহিতদের চন্দনের ফোটা ও নামাবলী উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয় । ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন সকল উপস্থিত পুরোহিতরা । রাজ্যের মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায় যেভাবে পুরোহিতদের পাশে দাঁড়িয়েছেন এরফলে অনেক দরিদ্র পুরোহিত আর্থিক ভাবে উপকৃত হয়েছেন বলে জানান পুরোহিতরা।