নিউজ ডেস্ক ঃ-আবারো সুর চড়ালেন শুভেন্দু অধিকারী । আজ কাঁথি তে তার জনসভায় পিসি ভাইপো কে কটাক্ষ করলেন তৃণমূল সরকারের প্রাক্তন মন্ত্রী । এদিনের সভা থেকে সুর চড়িয়ে শুভেন্দু বলেন, ‘রাজ্যের এক মন্ত্রী বলেছেন, মেদিনীপুরে বিশ্বাসঘাতক জন্মায়! আপনারা এর বদলা নেবেন না?’ এর পাশাপাশি তিনি বলেন ,আজ ‘৪০০ কোটি না ৫০০ কোটি, কত টাকা দিয়ে একটা কোম্পানিকে নিয়ে এসেছে, আমি জানি না। কেউ প্রশ্ন করতে পারে, আপনি কেন জানেন না? ভিতরেই তো ছিলেন! উত্তর হল, ওখানে জানার কোনও সুযোগ নেই। ওটা এখন কোম্পানি। ওটা দেড় জনের পার্টি। পিসি আর ভাইপো। দেড় জনে মিলে সব করে। বাকিদের কর্মচারী করে রেখে দিয়েছে।’
এদিন কাঁথির জনসভায় ঠিক এভাবেই ঘাস্ফুল শিবির কে বেলাগাম আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী । প্রসঙ্গত শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর সঙ্গে আরও ১৪ জন বিদায়ী কাউন্সিলর বিজেপিতে যোগ দিয়েছেন এদিনের সভায়।এদিন তৃণমূল সরকারকে কটাক্ষ করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘আমি এই সরকারে ছিলাম। এরা ভোট করতে ভয় পায়। আর ভোট হলেই ভোট লুঠ করবে। পুরসভা ও কর্পোরেশনের ভোট করার ক্ষমতা নেই।’
ফলে বছরের শুরুতেও আবারো সরগরম বিজেপি তৃণমূল দ্বন্দ্ব ।