আবারো বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী

নিউজ ডেস্ক :- আবারো বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী।কালকের নন্দীগ্রামের পর এবার পুরুলিয়ার সভা থেকে ফের বিজেপির গায়ে বহিরাগত তকমা সাঁটার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কটাক্ষ করে বলেন , শুধু ভোট এলেই বাংলার কথা মনে পড়ে বিজেপির।যদিও পাল্টা উত্তর দিয়েছে বিজেপিও।
বিধানসভা নির্বাচনের আগে বারবার দিল্লির বিজেপি নেতারা পশ্চিমবঙ্গে আসছেন । পাল্টা একের পর এক সভা ও কর্মসূচি থেকে বিজেপির গায়ে বহিরাগত তকমাটা সেঁটে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার পুরুলিয়াতেও সেই একই ছবি । রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মণীষীদের নাম নিয়ে, আবার কখনো বা বাংলায় ভাষণ দিয়ে ক্রমাগত বিজেপি বাঙালির মন জয় করতে চেষ্টা চালাচ্ছে , অন্যদিকে পাল্টা সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, বীরসা মুন্ডাকে অসম্মান করে চলে গেল। কানহো মুর্মুর মূর্তি ভেঙে দিয়েছিল। এরা কখনও বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, কখনও রবীন্দ্রনাথ ভাঙে। ভোট এলে বাংলার কথা মনে পড়ে। বাংলা বলতে পারে না বাঙ্গাল, ভোটের জন্য কাঙ্গাল!তিনি আরো বলেন যে , যারা বিজেপিতে যেতে চায়, চলে যাক। কিন্তু আমরা গেরুয়া দলের কাছে মাথা নোয়াব না।