আবারো বিজেপিকে তোপ অনুব্রত মন্ডলের

অরবিন্দ মন্ডল, বীরভূম :- আজ বিকাল বেলায় রামপুরহাটের কলেজ মাঠে অনুব্রত মণ্ডল এর জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভা উপলক্ষে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষের সমাগম হয় এই কলেজ মাঠে। এই সভা থেকে অনুব্রত মণ্ডল জানান কেন্দ্রের বিজেপি সরকার শুধুমাত্র কথা দিয়ে গেছে কিন্তু কাজের কাজ কিছু করেনি। কোন বেকারকে চাকরি দেয়নি, পাশাপাশি কারোর একাউন্টে পনেরো লক্ষ টাকা ঢোকেনি । ভোটে জেতার আগে এই প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু ভোট পেরিয়ে যাওয়ার পর তা ফলপ্রসূ হয়নি। বিজেপির কথা বিশ্বাস করবেন না বিজেপি বিশ্বাসঘাতক ভাঁওতাবাজির দল।