আবারো বড়োসড়ো সাফল্য কল্যাণী থানার পুলিশের।

আবারো বড়োসড়ো সাফল্য কল্যাণী থানার পুলিশের।
জানা গেছে গতকাল রাতে পুলিশের বিশেষ তল্লাশি অভিযানে গ্রেপ্তার করেছে আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতিকে। ধৃত দীপঙ্কর কেওয়াত ও প্রসেনজিৎ মাহাতো কল্যাণী সীমান্ত এবং চর জাজিরার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। আগ্নেয়াস্ত্র সহ সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাদের জেরা করে। জেরায় ওই দুই দুষ্কৃতি অসংলগ্ন কথা বললে তাদের গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ। দুটি দেশী বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে তাদের থেকে। ধৃত দীপঙ্কর কেউআত্ ও প্রসেনজিৎ মাহাত্কে আজ কল্যাণী কোর্টে তোলা হবে বলে জানা গেছে পুলিশ সূত্রে