আবারও মন্দিরের গহনা চুরি নদিয়ার শান্তিপুরে

গতকাল রাতের অন্ধকারে লক্ষাধিক টাকার গহনা চুরি হলো শান্তিপুর গবারচড়া মাঝেরপাড়া কালী মন্দিরে। এলাকা সূত্রে জানা যায়, আজ সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে তারা লক্ষ্য করেন মায়ের মুকুট ,চেন, বালা, টিকলি ,বিভিন্ন গহনা নেই। লক্ষাধিক টাকার অর্থমূল্যে সকলের সহযোগিতায় মায়ের এই অলংকার গুলি চুরি হওয়া পর ভেঙে পড়েন এলাকাবাসী।এর আগেও শান্তিপুরের বিভিন্ন মন্দিরে একাধিকবার চুরির কিনারা হয়নি। অধিকাংশ মন্দিরেই নেই সিসি ক্যামেরা। তবে মন্দিরের নির্মাণকার্য সমাপ্ত না হতেই বহু মূল্যের এই গহনা নিরাপত্তার কারণে অন্যত্র সরিয়ে রাখা হয়নি কেন সে প্রশ্নও থেকে যাচ্ছে! তবে এলাকাবাসীরা জানান মন্দিরের চারিদিকে ঘনবসতিপূর্ণ বাড়ি হওয়ার কারণেই চুরির সম্ভাবনা থাকতে পারে বলে মনে হয়নি তাদের।