মলয় দে , নদীয়া :- আজ মা সরদার ১৬৮ তম জন্ম তিথি। এই উপলক্ষে সমস্ত রীতি মেনে পালিত হলো মায়ের জন্মতিথি রানাঘাট স্ট্যান্ড রোডে রামকৃষ্ণ সারদা সেবা মন্দিরে ।সকালে মঙ্গল আরতি, তারপর পূজা পাট ও দুপরে ভোগ নিবেদন করা হয়। এরপর সারদা মায়ের জীবন দর্শন আলোচিত হয়। বেলুড় মঠের মতন নিয়ম নিষ্ঠা মেনেই পুজো পাঠ করা হয় ।
অন্যদিকে বাগআঁচড়া রামকৃষ্ণ সারদা আশ্রমে আজ ভোর সাড়ে চারটের সময় মঙ্গলআরতি, সকাল সাড়ে সাতটা নাগাদ ওই অঞ্চলে প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়। এ প্রসঙ্গে মহারাজ স্বামী নিত্যাযুক্তানন্দ জানান, সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে এবছর পুজো পাঠ থেকে প্রসাদ বিতরণ করা হয়।