মলয় দে নদীয়া:- গত ১৬ই জানুয়ারি স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে জেলা স্বাস্থ্য দপ্তর কর্তৃক প্রেরিত প্রতিষেধক নিতে অনুপস্থিতি সংখ্যা চোখে পড়েছিল বেশকিছু। জেলার তাই সব করণা ভ্যাকসিন টিকা প্রদান কেন্দ্রের ছবি ছিল প্রায় একই রকম! আজ জেলায় দ্বিতীয় দফায় টিকা প্রদানের কাজ শুরু হলো। নদীয়া জেলার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে প্রথম দিন ১০০জনের টিকা প্রদান আয়োজন করলেও , শেষ পর্যন্ত উপস্থিত হয় ৭৬ জন। জেলায় টিকা নেওয়ার কারণে বিশেষ কোনো শারীরিক পরিবর্তনের খবর পাওয়া যায়নি! আজও আগের দিনের মতন আধঘন্টা অবজারভেশনে থেকে তবেই নিজ নিজ দায়িত্ব পালনে লিপ্ত হয়েছেন স্বাস্থ্যকর্মীরা। যার মধ্যে স্ত্রীরোগ বিশেষজ্ঞ সুরঙ্গমা সুকুল অন্যতম। আগামী আরো তিনদিন চলবে এই প্রক্রিয়া , বলে জানা যায় হাসপাতাল সূত্রে। যা থেকে শান্তিপুর হাসপাতালে সমস্ত স্বাস্থ্য কর্মী এবং স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন গ্রাম এবং শহরের কর্মীদের দেওয়া সম্ভব হবে বলে জানা গেছে।