আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতী গ্রেফতার

নিউস ডেস্ক, মালদা :- গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতী গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা অন্তর্গত বিহার বাংলা সীমান্ত গোবরা ঘাট এলাকায়। পুলিশ সূত্রে জানা যায় ধৃত ওই দুই দুষ্কৃতী নাম, সাদ্দাম হোসেন (২৫) ও মইদুল হক (২২)। এদের দুজনেরই বাড়ি মানিকচক থানার অন্তর্গত ধরমপুর এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে এদিন পার্শ্ববর্তী বিহার থেকে আগ্নেয়াস্ত্র সমেত বাংলায় প্রবেশের কথা গোপন সূত্রে জানতে পায় পুলিশ। সেই সূত্রের খবরের ভিত্তিতে ঘোবড়াঘাট এলাকায় জায়গা জায়গা নকা চেকিং ও চালায় পুলিশ ,উদ্ধার হয় দুটি রাইফেল, দুটি পাইপগান। পাঁচ রাউন্ড কার্তুজ সহ দুই দুষ্কৃতিকে গ্রেপ্তার করে পুলিশ। ভোটের মুখে অস্ত্র উদ্ধারকে ঘিরে শাসক ও বিরোধীদের মধ্যে শুরু হয়েছে চাপানউতোর। নির্বাচনের মুখে অস্ত্র মজুত করতেই নিয়ে আসা হচ্ছে বলে একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।