নরেশ ভকত, বাঁকুড়াঃ আগামীকাল শুরু হচ্ছে বেলিয়াতোড় যামিনী রায় গ্রামীণ মেলা ২০২১। বেলিয়াতোড় হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে পনেরো দিনব্যাপী এই বিনোদন মেলা । ২০১৫ সালে এই মেলার শুভ সূচনা হয়েছিল পরে দুবছর মেলা হয়ে বন্ধ হয়ে যায় । চার বছর বন্ধ থাকার পর এবছর পুনরায় বেলিয়াতোড় যামিনী রায় গ্রামীণ মেলা শুরু হচ্ছে । আগামী কাল মেলার শুভ উদ্বোধন করবেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকছেন বাঁকুড়া জেলা শাসক ডক্টর অরুণ কুমার প্রসাদ , পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা , বাঁকুড়া জেলা পরিষদের মেন্টর অরূপ চক্রবর্তী , বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
বেলিয়াতোড় যামিনী রায় গ্রামীণ মেলায় বেলিয়াতোড় ও পার্শ্ববর্তী অঞ্চলের সাধারণ মানুষরা ভিড় জমান । মেলাকে ঘিরে পনেরো দিন সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা থাকে চোখে পড়ার মতো । বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে মেলা উদ্যোক্তাদের পক্ষ থেকে । পাশাপাশি কোভিড নাইনটিন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত হবে মেলা প্রাঙ্গণে । যেখানে থাকছেন ডক্টর আদিত্য প্রসাদ , অমিতাভ ভট্টাচার্য মত চিকিৎসকরা ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেলিয়াতোড় যামিনী রায় গ্রামীণ মেলা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী কালিদাস মুখোপাধ্যায় জানান , এ বছর মেলাতে একুশটি বইয়ের স্টল থাকবে । পাশাপাশি ছোটদের বিনোদনের জন্য নাগরদোলা সহ বিভিন্ন ব্যবস্থা থাকছে । মানুষের উচ্ছাস উন্মাদনাকে সম্মান জানিয়ে তৃতীয় বর্ষে আবারও মেলা শুরু করা হলো বলে জানান তিনি ।