আইপিএলের নিলামের দিন ঘোষণা

খেলার ডেস্ক , কলকাতা : বুধবার বোর্ডের তরফে সরকারিভাবে ঘোষণা করা হয় আইপিএলের ১৪ তম সংস্করণের আগে মিনি নিলাম পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। বিসিসিআই জানিয়েছে, দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পরদিন চেন্নাইয়েই নিলাম পর্ব আয়োজিত হবে। বলা হয়েছে বোর্ডের চুক্তিতে না থাকা ক্রিকেটারদের নিলামে অংশ নেওয়ার জন্য ৪ ফেব্রুয়ারি বিকেল পাঁচটার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

আইপিএল টিমগুলো ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, কোন কোন ক্রিকেটারকে তারা ধরে রাখছে। এই মুহূর্তে আইপিএলের ট্রেড উইন্ডো খোলা আছে। যাতে ফ্র্যাঞ্চাইজিগুলি নিজেদের মধ্যে ক্রিকেটার আদান প্রদান শুরু করেছে। ইতিমধ্যেই রাজস্থান রয়্যালস থেকে রবিন উথাপ্পাকে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস। দিল্লি থেকে ডানিয়েল স্যামস এবং হর্ষল প্যাটেলকে কিনে নিয়েছে আরসিবি। আগামী আইপিএল কোথায় হবে, সেটা এখনও নিশ্চিত নয়। বোর্ডের এক কর্তা জানিয়েছেন আগামী আইপিএল ভারতে আয়োজন করার চেষ্টা করছে বিসিসিআই।