আজ সন্ধ্যে ছটা নাগাদ কলকাতা মুজাফফর আহমেদ ভবন থেকে সংযুক্ত মোর্চার সিপিআইএম এবং বেশ কিছু বামফ্রন্ট শরিক প্রার্থীর তালিকা প্রকাশ করা হলো। নন্দীগ্রামে মীনাক্ষী মুখার্জি , কসবায় শতরূপ ঘোষ, যাদবপুরে সুজন চক্রবর্তী, শিলিগুড়িতে অশোক ভট্টাচার্যর মতো বেশ কিছু হেভিওয়েটের নাম। নদীয়া জেলারও বেশকিছু উঠে আসলো এই তালিকার মধ্যে থেকে। রানাঘাট দক্ষিণ তপশিলি কেন্দ্রে রমা বিশ্বাস, চাকদহে নারায়ন দাস গুপ্ত,কল্যাণীতে সবুজ দাস কৃষ্ণনগর দক্ষিণ সুমিত বিশ্বাস, তেহট্টোতে সুবোধ বিশ্বাস, পলাশীপাড়া এস এম শাদী, নাকাশিপাড়া শুক্লা সাহা চক্রবর্তী, নবদ্দীপ স্বর্ণেন্দু সিংহ । শান্তিপুর, হরিণঘাটা, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পূর্ব , এ ধরনের বেশ কয়েকটি কেন্দ্রে কংগ্রেসের সাথে আলোচনা চলছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী দিল্লিতে থাকার কারণে, চিঠির মাধ্যমে আলাপচারিতা করতে সময় একটু বেশি লেগে যাচ্ছে বলে জানা যায় দলীয় সূত্রে। তবে আই এস এফ এর সাথে আসন বন্টন পরিষ্কার হয়েছে বলেই সূত্রের খবর।