অ্যাপসের বুকিং এর মাধ্যমে এবার তৎকালীন গ্যাস মিলবে নদীয়া রানাঘাটে

মলয় দে নদীয়া :- রানাঘাট শহরে এই বার চালু হতে চলেছে তৎকাল গ্যাস ।হঠাৎ করে গ্যাস ফুরিয়ে গেলে অ্যাপ এর মাধ্যমে এই গ্যাস বুক করলে দুই ঘণ্টার মধ্যেই গ্যাস বাড়িতে পৌঁছে যাবে।তবে এই জন্য কুড়ি থেকে পঁচিশ টাকা বেশি দিতে হবে গ্রাহকদের । এই অ্যাপ এর মাধ্যমে গ্যাস বুক করার সাথে সাথে গ্যাস ডেলিভারির বাক্ত্যির কাছে বার্তা যাবে তিনি ওই গ্যাস তার বাড়িতে দিয়ে দেবেন ।এমনই খবর শোনালেন রানাঘাট গ্যাস ডিস্ট্রিবিউটর এর কর্ণধার বলরাম সাহা।