অল ইন্ডিয়া কিষান খে ত মজদুর সংগঠনের পক্ষ থেকে রামপুরহাট পথসভা

দেশে কৃষি আইনের বিরুদ্ধে চলছে কৃষক আন্দোলন।পাঙ্জাব ও হরিয়ানার বহু কৃষক যোগ দিয়েছে এই আন্দোলনে সিংঘু সীমান্তে।তাদের দাবী অবিলম্বে কৃষকদের স্বার্থে বাতিল করা হোক কৃষি আইন কিন্তু কৃষকদের অভিযোগ কেন্দ্রীয় সরকার এই আইন বাতিলে আগ্রহী নয় তাদের সাফ কথা এই আইন সংশোধন করা যেতে পারে।কিন্তু কৃষকরা অনড় তারা জানাচ্ছে আইন বাতিল না হলে তারা আন্দোলন থেকে একপাও পিছোবে না।এমন অবস্হায় কৃষকদের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলিও কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন।ফলে সর্বত্রই এই আন্দোলন ছড়িয়ে পড়েছে।এদিন সকালে রামপুরহাট বাসস্ট্যান্ডের নেতাজী সুভাষ চন্দ্র বসুর মূর্তির পাদদেশে একটি পথসভার আয়োজন করেছিল অল ইন্ডিয়া কিষাণ খেতমজদুর সংগঠন।তাদের মূল দাবীগুলি ছিল বিজেপি সরকারের তিনটি কালা কৃষি আইন প্রত্যাহার করতে হবে।এদিন কিষাণ খেতমজদুর সংগঠনের নেতা আতাহার রহমান জানান, বর্তমান কেন্দ্রীয় সরকার কৃষি আইন ২০২০ প্রণয়ণ করেছেন সেটা কৃষকদের জীবনে সঙ্কট নিয়ে আসবে আর এই আইন কর্পোরেট সুবিধা করে দেবে কৃষকদের স্বার্থ বঙ্চিত হবে।