রানাঘাট সুভাষ এভিনিউ রোডে একটি বেসরকারি ব্যাংকের পেছনে জেনারেটর চলার সময় হঠাৎ আগুন লেগে যায় ।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ।স্থানীয়বাসিন্দারা তৎপর হয়ে ওঠে তারা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ।অবশেষে দমকলে খবর দেওয়া হয় দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ত্রনে আনে। যদি স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর জন্য চেষ্টা না করতেন তাহলে আগুন ছড়িয়ে যেতো। বড়সর দুর্ঘটনা থেকে রক্ষা পেলো এলাকা এবং গোটা মার্কেট কমপ্লেক্স ।