*অনুপমের জন্মদিনে জে পি নাড্ডা ক্যাডবেরি আর দিদি দিল ইট l*
গতকাল জন্মদিন বিজেপি নেতা অনুপম হাজরার ছিল। ৩৮ বছরের তরুণ তুর্কী নেতা অনুপমকে জন্মদিনে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন বিজেপি নেতৃত্ব। চলল মিষ্টিমুখের পালা। জন্মদিনে নিজে হাতে ক্যাডবেরি খাইয়ে অনুজ বিজেপি নেতা অনুপম হাজরাকে মিষ্টিমুখ করালেন, শুভেচ্ছা জানালেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।বার্থ-ডে বয়কে মাথায় হাত দিয়ে আশীর্বাদ দলের সর্বভারতীয় সভাপতির। ২ দিনের সফরে রাজ্যে এসেছে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আজ একাধিক কর্মসূচি রয়েছে নাড্ডার। সেই কর্মসূচিতে নাড্ডার সঙ্গী অনুপম হাজরাও।
কিন্তু ফেরার পথে ছবিটা ঠিক আলাদা হয়ে গেল , জে পি নাড্ডা কনভয় এর উপর ইট বৃষ্টি আক্রান্ত হলেন মুকুল রায় আক্রান্ত হল অনুপম হাজরা সিকিউরিটি গার্ড ভাঙ্গা হলো কৈলাস বিজয়বর্গীয় গাড়ির কাচ l তারপর অনুপম হাজরা যেটা বললেন চলুন শুনেনি
*” সকালে আদর …দুপুর ও বিকালে পাথর !!!
সভা করে ফেরার সময়ও তৃণমূল নেত্রীর তরফ থেকে সেই একই “জন্মদিনের উপহার” পাওয়া গেল !!!
আজ আমার জন্মদিন বলে আমাদের সর্বভারতীয় সভাপতি মাননীয় শ্রী জেপি নাড্ডা জি’র সভা শেষ করে একটু আগে বেরিয়ে এসেছিলাম, ফেরার সময়ও একই ঘটনার পুনরাবৃত্তি !!! (সভাস্থল ছেড়ে আসার 20-25 মিনিটের মধ্যে ঘটনা) !!!
আমার গাড়ি এবং আমার Pilot Car ভাঙচুর করা হলো !!! পাথরের টুকরো ছিটকে আশায় ব্যথা লাগলো আমার ঘাড়ে !!! আমার সিকিউরিটিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে !!!
আর 6 মাস অপেক্ষা করুন, “উপহার” সুদ সমেত ফেরত পাবেন !!! “*
*প্রতিনিধি- অভিজিৎ চক্রবর্তী, ডায়মন হারবার l*