অতি মহামারীতেও ভাঁটা পড়লো না বাঙালির উৎসব পালনে

কোলকাতা নিউজডেস্ক :- এ বছরের বড়দিন অতি মহামারীর আবহে বড়দিন। সেই কারণে অনেক বিধি নিষেধ আরোপ করছে রাজ্য সরকার সেই চিত্র কলকাতার সব জায়গা দেখা গেলো। কিন্তু তাই বলে উৎসবের মেজাজ তো হারিয়ে যায় না। আজ সকাল থেকে কলকাতাবাসীর ভিড় দেখা গেলো চিড়িয়াখানা , জাদুঘর , ভিষ্টোরিয়া মেমোরিয়াল ও অন্যান্য জায়গাগুলিতে। কিন্তু প্রতিবছরের মতো সারাদিন নয় এই বছর সেন্ট পলস্‌ ক্যাথিড্রাল দুপুর দুটোর পর বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবারই এই দিনে ক্যাথিড্রালে কলকাতা ছাড়া অন্যান্য জেলার ধর্মপ্রাণ ক্রিশ্চানরা তো বটেই অন্য ধর্মের মানুষরাও ভিড় করেন। ক্যাথিড্রালের বাগানে যিশুর জন্মের মুহূর্ত পুতুল দিয়ে সাজানো হয়। সেখানে দাঁড়িয়ে ছবি তোলা প্রায় অভ্যাসে পরিণত করে ফেলেছেন দর্শকরা। ভিড় এড়াতেই এবার এই বন্দোবস্ত বলে জানানো হয়েছে ক্যাথিড্রালের তরফে।

ক্রিসমাস ইভে পার্ক স্ট্রিটে ক্রিসমাস কার্নিভ্যালের টানে ভিড় উপচে পড়েছিল। তাই আজ সতর্ক পুলিশ প্রশাসন। এবার মহামারীর কথা মাথায় রেখে কলকাতাজুড়ে মোতায়েন করা হয়েছে ৫০০০ পুলিশকর্মী। পার্ক স্ট্রিটে ১১টি ওয়াচ টাওয়ার তৈরি হয়েছে। আলিপুর চিড়িয়াখানাতেও প্রতিবছরের মতো ছোটদের হাত ধরে বাবা–মায়েদের জমায়েত হলেও অন্যান্যবারের মতো দীর্ঘ লম্বা লাইন ছিল না গেটের বাইরে টিকিট কাউন্টারগুলিতে। হুগলির চন্দননগর সেক্রেড হার্ট গির্জা, ব্যান্ডেল গির্জা, সর্বত্র মহামারী মোকাবিলায় ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।