অঞ্জন বাবুর পর চলে গেলেন বিশিষ্ট সাংবাদিক শীর্ষ বন্দ্যোপাধ্যায়

দুজনেই প্রায় সমবয়সি! সম্ভবত স্কুলের বাল্যবন্ধু। অঞ্জন বন্দোপাধ্যায় ছিলেন রাজনৈতিক খবরে বিশেষজ্ঞ আর শীর্ষ বন্দ্যোপাধ্যায় সাহিত্য ও সংস্কৃতিতে দক্ষ। মাত্র একদিনের ব্যবধানে দুজনেই পার্থিব জগতের মায়া ত্যাগ করেছেন! সংবাদমাধ্যমে র দুই নক্ষত্র হারানোতে শোকের ছায়া নেমে এসেছে ।
আজ ভোর তিনটে নাগাদ হূদরোগে আক্রান্ত হয়ে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শীর্ষ বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 54 বছর। তিনি বেশ কিছুদিন জার্মানিতে
দয়চেভেলে বেতারের বাংলা বিভাগে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেছেন। সুকণ্ঠ, সু ব্যক্তিত্বের সাথে সাংবাদিকতায় কৃতিত্বের নজির সৃষ্টি করেছেন। সাহিত্যিক হিসেবেও তার বহু গুণমুগ্ধ রয়েছেন। তার প্রকাশিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় স্বাধীন বাংলা বেতারের উপর রচিত “ইথার সেনা” খুবই জনপ্রিয়। অত্যন্ত আন্তরিকতার সাথে আজকাল পত্রিকায় বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন দীর্ঘদিন। অনলাইন প্রকাশনায় ইদানিং গভীরভাবে মনোনিবেশ করেছিলেন তিনি।
তাঁর মৃত্যুতে সমগ্র সংবাদ মাধ্যম আমরা শোকাহত অভিভাবকহীন হয়ে পড়েছি!