দুয়ারে ভ্যাকসিন

রাজ্য সরকার স্বল্প ভ্যাকসিন যোগানের মাঝেও সুন্দর পদ্ধতির মাধ্যমে বিভিন্ন স্তরের মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছে। রাজ্যের বিভিন্ন ব্লক ও মিউনিসিপ্যালিটির স্বাস্থ্য কেন্দ্র গুলিতে জেলা ও ব্লক প্রশাসনের নির্ধারিত তালিকা অনুযায়ী এ রেজিস্ট্রেশন এর মাধ্যমে বিভিন্ন পেশার মানুষ যারা নিয়মিত মানুষের সংস্পর্শে আসেন,, তাদের বিশেষ টিকাকরণ এর ব্যবস্থা করা হয়েছে। এবার বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে বাঁকুড়া মিউনিসিপ্যালিটির অন্তর্গত বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য দুয়ারে ভ্যাকসিন প্রকল্প চালু করা হলো। যারা সরকারের মানবিক প্রকল্পের ভাতা পান যাদের 40% এর ওপর শারীরিক প্রতিবন্ধকতা আছে তাদের বাড়ি গিয়ে করোনা টিকা করন করা হবে বলে এই কর্মসূচির সাথে যুক্ত এক স্বাস্থ্য কর্মী জানান।