মলয় দে নদীয়া:- নদীয়া শান্তিপুর 15 নম্বর ওয়ার্ড কলাবাগান পাড়া এলাকায় আজ সকালে আটটা নাগাদ 46 বছর বয়সী আন্না হালদারকে ধারালো অস্ত্র দিয়ে এবং হাতে কোপ মারে তার বড় ছেলে। এলাকাবাসী জানান বড় ছেলে সোমনাথ হালদার ডাকনাম জীবন, সে মাঝে মাঝে মাকে গালিগালাজ এবং মারধর করতো। তবে সে খানিকটা মানসিক ভারসাম্যহীন বলেও অনেকে জানিয়েছেন।
অপর আর এক ছেলে রাজু হালদার, এবং আত্মীয়-পরিজন তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে কৃষ্ণনগরে স্থানান্তরিত করে হাসপাতাল কর্তৃপক্ষ।
আন্না দেবী পরিচারিকার কাজ করতে বলে জানা গেছে। গলায় এবং হাতের গুরুতর যখম হওয়ার কারণে, তার সার্বিক পরিস্থিতি এখনো সংকটজনক বলে সর্বশেষ খবর পাওয়া যায়।