IFA পরিচালিত ওয়েস্ট বেঙ্গল ডিস্টিক স্পোর্টস ফেডারেশন এবং নদিয়া ডিসটিক স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে, 82 তম জয়ন্ত চ্যাটার্জী মেমোরিয়াল ইন্টার ডিস্ট্রিক্ট সিনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো নদীয়ার চাকদহ পৌরসভার নেতাজি সুভাষ স্টেডিয়ামে
সমীর দাসঃ নদীয়াঃ ওয়েস্ট বেঙ্গল ডিস্টিক স্পোর্টস ফেডারেশন এবং নদিয়া ডিসটিক স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে, 82 তম জয়ন্ত চ্যাটার্জী মেমোরিয়াল ইন্টার ডিস্ট্রিক্ট সিনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো নদীয়ার চাকদহ পৌরসভার নেতাজি সুভাষ স্টেডিয়ামে। আজ এই ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন, রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন, ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তনুময় বোস, IFA প্রেসিডেন্ট অজিত ব্যানার্জি ছাড়াও বহু ফুটবল কর্তারা। 16 ই ডিসেম্বর থেকে এই খেলা চলছিল, নদীয়ার কৃষ্ণনগর, চাকদা এবং তেহটটো স্টেডিয়ামে। রাজ্যের বাইশটি জেলার থেকে বাইশটি ফুটবল দল অংশ নিয়েছিল এই টুর্নামেন্টে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো চাকদহ স্টেডিয়ামে। ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল হুগলি জেলা এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা। জলপাইগুড়িকে 5-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হুগলি জেলা। রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং আইএফএ শীর্ষ কর্তারা বিজয়ী দলের হাতে দুটি টফি এবং 50 হাজার টাকার চেক তুলে দেন। অপরদিকে রানার্স দল জলপাইগুড়ি র হাতে একটি টফি এবং 25 হাজার টাকার চেক তুলে দেন রাজ্যের মন্ত্রী এবং ফুটবল কর্তারা। সব খেলার সেরা বাঙালির ফুটবল খেলা দেখবার জন্য চাকদহ স্টেডিয়ামে ক্রীড়া প্রেমী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।