শান্তিপুর পূর্ণিমা মিলনের উদ্যোগে ডায়াবেটিস এবং রক্তে সুগারের পরিমাপ পরীক্ষা শিবির

19 শে এপ্রিল সোমবার শান্তিপুরের সমাজসেবা মূলক সংস্থা শান্তিপুর পূর্ণিমা মিলনীর উদ্যোগে শান্তিপুর চাকফেরা বাড়ির নাট মঞ্চে অনুষ্ঠিত হলো ডায়াবেটিস ও রক্তে সুগার পরীক্ষা শিবিরের মত একটি মানবিক অনুষ্ঠান । উক্ত অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন প্রখ্যাত চিকিৎসক পূজা মৈত্র সহ শান্তিপুর পূর্ণিমা মিলনীর অন্যান্য সভ্যবৃন্দরা ।
উক্ত দিনেই অনুষ্ঠিত হলো শান্তিপুর পূর্ণিমা মিলনীর নেতৃত্বে এক বর্ষবরণের অনুষ্ঠান । সান্ধ্য কালীন বিচিত্রানুষ্ঠনে রবীন্দ্র সংগীত উপস্থাপনায় ছিলেন আশীষ আচার্য্য , সমবেত আবৃত্তি মঞ্চস্থ হলো কাকলী আবৃত্তি চর্চা কেন্দ্রের নেতৃত্বে । স্বর্ণযুগের গান ও নৃত্যের উপস্থাপনা কল্যাণীর শুভাশীষ সাহা ও শান্তিপুরে নৃত্য কলা ড্যান্স একাডেমির নেতৃত্বে । এছাড়াও মঞ্চস্থ হতে দেখা গেলো শান্তিপুর সাজঘরের পরিচালনায় নাটক ।
তবে অনুষ্ঠানে অংশগ্রহণ কারী শিল্পী ও দর্শকদের অনেককেই মাস্ক বিহীন ভাবে বিচরণ করতে প্ৰতিয়মান হয়েছে । তবে আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে শান্তিপুর পূর্ণিমা মিলনীর কর্ণধার রূপায়ণ চৌধুরী জানালেন সম্পূর্ণ সামাজিক দূরত্ব মেনে এবং সমস্ত বিধি নিষেধকে মান্যতা দিয়েই সমগ্র অনুষ্ঠান চলছে । এবং আগামী দিনে আরও সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করতে তিনি আগ্রহী — করোনা পরিস্থিতিতে ডায়াবেটিস এবং সুগার টেস্ট অত্যন্ত জরুরী তথ্য ক্ষেত্রেই বলে তিনি মনে করেন ।