আজ নদীয়ার বহিরগাছি কদমতলা মোড় বহিরগাছি হাইস্কুলের পূর্ব পাশে।

আজ নদীয়ার বহিরগাছি কদমতলা মোড় বহিরগাছি হাইস্কুলের পূর্ব পাশে। আজ এক লন্ডি নিয়াম কিডস সিবি এসসি কারিকুলাম ইংলিশ মিডিয়াম প্লে স্কুল শুভ উদ্বোধন হলো আজ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শঙ্খচিল পত্রিকার সম্পাদক শ্রী শুভেন্দু সুকুল, প্রাক্তন প্রধান শিক্ষক বহিরগাছি হাই স্কুল শ্রী যতীন্দ্রনাথ রায়। এছাড়াও সম্মানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উদ্বোধনী সংগীত এরপর শুভ দারুদঘাটন করেন শঙ্খচিল পত্রিকার সম্পাদক শ্রী শুভেন্দু সুকুল মহাশয়। এছাড়াও ছিল নৃত্য পরিবেশন, কবিতা আবৃত্তি, এবং বিশিষ্টজনের বক্তব্য। আজকের এই অনুষ্ঠানে ২৫০ জন ছাত্র-ছাত্রী দেখা গিয়েছিল। আমাদের ক্যামেরার সামনে শ্রী সুজয় কুমার রায় মহাশয় ঠিক কি জানিয়েছে? তা তুলে ধরছে আপনাদের সামনে।। নদীয়ার বহিরগাছি থেকে সুমন আচার্যের রিপোর্ট