নিজস্ব সংবাদদাতা কল্যাণী সুবীর দাস।
অজস্র পরিযায়ী পাখির আগমন গয়েশপুরে
ঠান্ডা পড়তেই জানুয়ারি মাসের শুরুতে নদীয়া জেলার কল্যাণী গয়েশপুর ঝিলে হাজারে হাজারে পরিযায়ী পাখির আগমন ঘটলো। যা নজর কারলো এলাকার মানুষ থেকে শুরু করে পথ চলতি মানুষের। হাজারে হাজারে ঝাঁকে ঝাঁকে এই পরিযায়ী পাখি প্রত্যেক বছরই কমবেশি আসে গয়েশপুরের এই ঝিলে। তবে এবছর সংখ্যায় অনেক বেশি যা সৌন্দর্যায়ন বাড়িয়েছে গয়েশপুরের এই ঝিলের। বহু পথ চলতি মানুষজন এই ছবি ক্যামেরাবন্দি করছে তাদের মোবাইলে। কেউ কেউ দাবি করছেন এই সুদৃশ্য আগে কোনদিনও দেখেনি। তবে যেভাবে পরিযায়ী পাখি আসছে তাতে করে সরকারিভাবে উদ্যোগ নেওয়া উচিত এই পরিযায়ী পাখির সুষ্ঠু পরিবেশ তৈরি করার গয়েশপুরের এই ঝিলে