সদ্য সমাপ্ত নির্বাচনের পরাজয় মাথায় নিয়েই করোনা পরিস্থিতি মোকাবেলায় রেড ভলেন্টিয়ার গঠনের মাধ্যমে মানুষের সেবায়

গত 2006 সালের বিধানসভা নির্বাচনেও লাল পতাকার জয়জয়কার। 2011 সালে তৃণমূলের হাওয়ায় সংখ্যাটা কমে অর্ধেকেরও কম হয়ে দাঁড়ালো। 2016 সালে অস্তিত্ব রক্ষায় কংগ্রেসের সাথে কোন রকমে কয়েকটি সিট আঁকড়ে প্রধান বিরোধী হিসাবে আত্ম সম্মান রক্ষা। এবারে অর্থাৎ 2021 সালের নির্বাচনে সমস্তটাই হারালো সিপিআইএম। কংগ্রেস এবং আই এস এফ জোট করেও। যে সিপিআইএম দল একসময় 34 বছর ক্ষমতায় আসীন ছিলেন এই বাংলায়, সেই দল আজ জয়ী আসনের দিক থেকে শূণ্য। বাংলার মানুষ তাদের থেকে মুখ ফিরিয়েছে। তারা কিন্তু মানুষের রায় “পরাজয়” মাথায় নিয়েই মুখ ঘোরানো সাধারণ মানুষের দিক থেকে। করোনা পরিস্থিতি মোকাবেলায় গঠন করেছেন রেড ভলেন্টিয়ার। বাংলায় নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার ঠিক পরপরই করণা আক্রান্ত রোগী বা তার পরিবারের সাহায্যার্থে সিপিআইএম রাজ্য কমিটি প্রথম গঠন করে রেড ভলেন্টিয়ার। মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র , সুজন চক্রবর্তী দেয়ার মতন রাজ্য নেতৃত্বদের নিজ নিজ এলাকায় অক্সিজেন, অ্যাম্বুলেন্স, বিভিন্ন হাসপাতালে খোঁজ খবর, এমনকি পারিবারের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষায় হেল্পলাইন চালু করলেন রেড ভলেন্টিয়ার দের। ক্রমে তা বর্ধিত হয়ে পৌঁছালো নদীয়া জেলা তেও! চাকদহ রানাঘাট হরিণঘাটা, কৃষ্ণনগর নবদ্বীপ, অবশেষে শান্তিপুরেও। কিছুদিন আগে শান্তিপুর সিপিআইএম পার্টি অফিসে এক মিটিং এর মাধ্যমে 40 জন স্বেচ্ছাসেবকের নাম ঘোষণা করা হয় তাদের সম্মতিতে। এরপর গতকাল ফুলিয়া কৃত্তিবাসে একটি মিটিংয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের শান্তিপুর শাখার পক্ষ থেকে পিপি ইকিট ,স্যানিটাইজার নানা বিধ উপকরণ সহযোগিতা করা হয় তাদের। ডক্টর শিবাজী কর এবং অন্যান্য অভিজ্ঞদের অভিজ্ঞতা এবং পরামর্শ গ্রহণ করে তারা। আগামী 12 তারিখে কৃষ্ণনগরে আরো একটি মিটিংয়ে বিস্তারিত বাস্তব কিছু সমস্যা ও তার সমাধানের পথ বাৎলাবেন অভিজ্ঞরা। আপাতত হেল্প লাইনের কাজ শুরু হয়ে গেছে বলেই দাবি করেন রেড ভলান্টিয়াররা।
কোভিদ পরিস্থিতি মোকাবেলায় তাদের হেল্পলাইন নাম্বার গুলি নিচে দেওয়া হলো
7908364522 ( সঞ্জিত ঘোষ )
9382473639 ( বাবলু সেখ )
9679184340 ( Bittu)
8759837051 ( অয়ন প্রামাণিক )
9831129714 ( Rana Das )
7001363659 ( বিশ্বনাথ দে )
8918617092 ( Sourav Goswami )
6294888137 (Ayan Pramanik 17 no word )
6295692855 (Shyani Bhattacharya )
8617583620 ( অজয় সরকার )
7001566929 ( অর্চন প্রামাণিক )
6296774361 ( Khodabox Sk )
8617852319 ( অয়ন দেবনাথ )
8768282393 ( Bappa Bhattacharya )
8670437720 ( আজিদ আলি )
7797333847 ( সুকান্ত মল্লিক )
6295218694 ( মৈনাক গোস্বামী )
8640913693 ( শুভম সরকার )
8759715196 ( Ayan Dutta )
9735991444 ( দীপন দত্ত )
80166 07412 ( kundan Chandra)
9153291806 ( বিশ্বজিৎ বিশ্বাস )
8637574738 ( সুব্রত দাস )
9382372339 ( অদ্বৈত দাস হিরু )
9883460224 ( রবিন প্রামাণিক )
9903122355 ( শুভজিৎ মান্না , গোবিন্দপুর )
8653339137 ( kousik Pramanik )
8768282393 ( Bappa Bhattacharya )
9064159018 ( Rajesh … Gobarchar )
9821297702 ( Sudipta … Gobarchar )
+918348766732 ( ঐশিক ভট্টাচার্য )
+919046808452 ( সৌভিক মোদক )
+917001299398 ( সৌরভ মুখার্জি )
+917872973878 ( উত্তম বিশ্বাস )
9382211763 (Sagor Mahato)
8918453478 ( মৃনাল মাহাতো )
8918124977 (ইমরান দফাদার)
9382218490 (সুদীপ ভৌমিক)
9733924346 (সুখেন দেবনাথ)