শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্র এবং কৃষ্ণনগর ঐকতানের উদ্যোগে চলছে স্যানিটাইজের কাজ

সারাদেশ জুড়ে চলছে করোনা সংক্রমণ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেক জায়গাতেই অক্সিজেনের ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। করোনা সংক্রমণ রুখতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে। সরকারের পাশাপাশি এবার এগিয়ে এল নদীয়ার কৃষ্ণনগরের স্বেচ্ছাসেবী সংস্থা কৃষ্ণনগর ঐকতান ও শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্র ।

সংস্থা দুটির উদ্যোগে কৃষ্ণনগরের শক্তিনগর এলাকার শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্র,শক্তি মন্দির ,পোস্ট অফিস, খেলার মাঠের গ্যালারি ও হাইস্কুলের গেট সহ একাধিক জায়গায় স্যানিটাইজ করা হয়। এছাড়াও তাদের উদ্যোগে মাস্ক না পরা এই ব্যক্তিদের মাস্ক বিষয়ে সচেতন করা হয় ও মাস্ক বিলি করা হয়।

কৃষ্ণনগর ঐকতান এর সভাপতি অরিন্দম দেব জানান “যেখানে বাচ্চাদের ক্যারাটে ও যোগা শেখানো হয় এবং বিকেলের দিকে মানুষের ভিড় হয় সেই সব জায়গায় স্যানিটাইজ করা হল। কয়েকদিন অাগে শক্তিনগরের হাসপাতালের সামনে একটি বাড়িতে একজন করোনা রোগী মৃত অবস্থায় পড়েছিলেন বাসিন্দারা চিন্তার মধ্যে ছিলেন তাই এই উদ্যোগ । পাশাপাশি বিলি করা হয় মাস্ক”।