রানাঘাট পুরসভা উদ্বিগ্ন করোনা পরিস্থিতি নিয়ে, সচেতনতার ব্যবস্থা আরও জোরদার করলো পৌরসভা

ক্রমশই ঘোরালো হচ্ছে রানাঘাটের করোনা পরিস্থিতি। ইতিমধ্যেই রানাঘাট পৌরসভায় 4 জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস। 80 জন পৌরনাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাড়িতে কোয়ারান্টিনে রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন 12 জন এবং তারমধ্যে আশঙ্কাজনক আছেন দুজন। এই ভয়াবহ পরিস্থিতিতে আগামী দিনে রানাঘাট শহরে কি কি পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে সবিস্তারে জানালেন রানাঘাট পৌরসভার
মুখ্যপৌরপ্রশাসক কোষলদেব বন্দ্যোপাধ্যায়।