মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন আতঙ্কে হুড়োহুড়ি, ঘটনায় আহত বেশ কয়েকজন। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টা নাগাদ বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন আতঙ্ক ছড়ায়। আগুন আতঙ্কের খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্তরে শুরু হয় ছোটাছুটি। ছোটাছুটিতে পড়ে গিয়ে আহত হয় কয়েকজন। হাসপাতাল কর্মী সূত্রে খবর, এদিন কয়েকজন বহিরাগত ব্যক্তি কোভিড টেষ্ট করাতে হাসপাতালে আসেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এখন ২৫ জনের বেশি ব্যক্তির কোভিড টেষ্ট করা যাবে না বলে নির্দেশ দিয়েছে। তাই কোভিড টেষ্ট করতে আসা ব্যক্তিদের জানানো হয়, এখন তাদের কোভিড টেষ্ট করানো যাবে না। এই নিয়ে হাসপাতাল কর্মীদের সাথে বচসা শুরু হয় বহিরাগত ব্যক্তিদের। তারা উত্তেজিত হয়ে হাসপাতাল কর্মীদের ব্যাপক মারধোর করে। আর তার পরেই ওই বহিরাগতরা ব্যক্তিরা আগুন আতঙ্ক ছড়িয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। তারপরেই হাসপাতালে ছোটাছুটিতে আহত হয় বেশ কয়েকজন।