নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি(ABPTA) প্রদান করলেন ফ্লো মিটার সহ দুটি অক্সিজেন সিলিন্ডার

নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি(ABPTA) পূর্বস্থলী জোনাল কমিটির পক্ষ থেকে সুলুন্টু পার্টি কার্যালয়ে রেড ভলেন্টিয়ার পূর্বস্থলী 1 ও 2 নং টিমের সদস্যদের উপস্থিতিতে করোনা মহামারী মোকাবিলা জনিত কারণে ফ্লো মিটার সহ দুটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন। উপস্থিত ছিলেন কমরেড নিহার রঞ্জন গোস্বামী, কমরেড সুদর্শন কোলে, কমরেড রমাপ্রিয় ভট্টাচার্য, গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব কমরেড প্রদীপ সাহা, যুব নেতৃত্ব কমরেড বীরেশ্বর নন্দী সহ রেড ভলেন্টিয়ার্স ও শিক্ষক সংগঠনের অন্যান্য সদস্যরা ।
পূর্বস্থলী থেকে বাদশা সেখ এর রিপোর্ট