গরম পরতেই জলের সংকট সামশেরগঞ্জ থানায়

সামশেরগঞ্জ থানার অন্তর্গত, গরম পরতেই জলের সংকট দেখা যাচ্ছি ধুলিয়ান পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের লালপুর গ্রামের পানীয় জলের তীব্র সংকট দীর্ঘদিন ধরে গত তিন মাস থেকে সঠিক ভাবে জল পারছেনা সাধারণ মানুষ গ্রীষ্মের শুরুতেই যদি এই রকম অসুবিধা হয় তাহলে চরম ভোগান্তির মধ্যে পরতে হবে জনসাধারণকে। এই গ্রামের ১০০ টি পরিবার বসবাস করেন। ফলে কপালে চিন্তার ভাজ এলাকা বাসীদের। ভোট আসে আর যাই নেতারা আসে আর দিয়ে যাই প্রতিশ্রুতি কিন্তু এখনো অবধি হয়নি হচ্ছেন পানীয় জলের সুব্যবস্থা সাধারণ মানুষ। ধুলিয়ান পৌরসভা কর্তৃপক্ষ জানান যে খুব শীঘ্রই ১৫ দিনের ভেতরে জল পাবে।