করোনা দ্বিতীয় পর্বের সারা দেশের সাথে রাজ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা,
এদিকে গয়েশপুর পৌর এলাকার নতুন করে আজ পাঁচ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে, এই নিয়ে গয়েশপুর পৌর এলাকায় ৫৯জন আক্রান্ত তার মধ্যে ১৯জন কল্যাণী এন এস এস হসপিটালের স্বাস্থ্য কর্মী।
গয়েশপুর পৌর স্বাস্থ্য কেন্দ্রে র আধিকারিক সুজয় রায় তিনি বলেন আগামী কয়েক দিনের মধ্যেই আমরা প্রচার করতে রাস্তায় নামবো মানুষ কে সচেতন করার জন্য,।