করোনাকালে বাড়ি বাড়ি অক্সিজেন,ওষুধ পরিষেবা দেওয়ার পাশাপাশি এবার করোনা আক্রান্তদের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলো চাঁচলের রেড ভলেন্টিয়ার্স।শুক্রবার মালদহের চাঁচল সিপিআইএমের মোজাফফর আহমেদ ভবনের সামনে ফিতে কেটে অ্যাম্বুলেন্সটির শুভ উদ্বোধন করেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস।উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক তথা কমরেড অতুল সিনহা,সিপিআইএম এর এরিয়া কমিটির সদস্য সানাউল্লাহ খান,জিয়াউল আনসারি সহ অন্যান্যরা।
উল্লেখ্য,করোনার দ্বিতীয় ঢেউয়ে করোনা আক্রান্তদের পাশের ত্রাতার ভূমিকায় দাঁড়িয়েছেন চাঁচল রেড ভলেন্টিয়ার্স। ইতিমধ্যে বিশ্বজোড়া আলোচনার ক্ষেত্রে এই বাহিনী। ভয়ঙ্কর সংকটকালে মানুষের কাছে মানুষের পাশে।মুমূর্ষু রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়া থেকে শুরু করে অক্সিজেনের ব্যবস্থা করা।করোনা আক্রান্তদের বাড়িতে খাবারের ব্যবস্থা থেকে শুরু করে স্যানিটাইজেশন প্রতিটি কোনায় বিদ্যুতের গতির মতো আবির্ভাব হচ্ছে এই লাল স্বেচ্ছাসেবকের দল।এসবের পাশাপাশি এবার ‘নিশ্চয়ই যান’ ব্যবস্থার উদ্যোগ নিল সিপিআইএমের এই লাল স্বেচ্ছাসেবকেরা।জানা গিয়েছে, করোনা আক্রান্তদের নিখরচায় অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হবে। এর জন্য দেওয়া হয়েছে হেল্পলাইন নাম্বার। এই নাম্বারে ফোন করলে বাড়িতে পৌঁছে যাবে অ্যাম্বুলেন্স।