করণা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির সচেতনতাতে মাস্ক স্যানিটাইজার বিতরণ নবদ্বীপ লায়ন্স ক্লাবের

মহামারী করোনার প্রভাব থেকে রক্ষা পেতে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামলো নবদ্বীপ লায়ন্স ক্লাব এর সদস্যরা। রবিবার সকালে নদীয়ার নবদ্বীপ লায়ন্স ক্লাব এর উদ্যোগে ও নবদ্বীপ থানার সহযোগিতায় শহরের প্রাণকেন্দ্র পোড়ামা তলা মোড় এলাকায় ক্লাবের পক্ষ থেকে পথচলতি মানুষের হাতে তুলে দেওয়া হল মাস্ক। মরণব্যাধি করোনা রোগের হাত থেকে রক্ষা পেতে সর্বদা মাক্স ব্যবহার করার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আবেদন জানানো হলো জনসাধারণের কাছে।এদিনের এই সামাজিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আরক্ষা আধিকারিক দেবাশীষ চট্টোপাধ্যায় সহ লায়ন্স ক্লাবের পদাধিকারী সদস্যবৃন্দেরা। এরপরেও যদি মানুষ সচেতনতা অবলম্বন না করেন তাহলে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে স্থানীয় পুলিশ প্রশাসন বলে এই দিন জানান নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক দেবাশীষ চ্যাটার্জী। জনসাধারণের স্বার্থে এই মারণব্যাধি কে প্রতিহত করতে পরবর্তী কালে একাধিক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করবেন লায়ন্স ক্লাব এর সদস্যরা বলেও এইদিন জানান লায়ন্স ক্লাব নবদ্বীপ শাখার সভাপতি অলক দাস।