জেলায় যেদিন প্রধানমন্ত্রীর জনসভা সেদিন সকাল থেকেই এক অপরিচিত ব্যক্তির ফেলে যাওয়া ব্যাগ কে ঘিরে আতঙ্ক। বাঁকুড়ার সারেঙ্গার গোবিন্দপুর সোনারডাঙ্গা এলাকার ঘটনা। জানাগেছে, আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ এক অপরিচিত যুবক সোনার ডাঙ্গা গ্রামের এক বাড়িতে গিয়ে খাবার জন্য জল চায়। সেই বাড়ি মহিলা অঞ্জু বাগাল তাকে জল দেন। জল খাওয়ার পর সেই ব্যক্তি নিজের পোশাক পরিবর্তন করে তার সাথে নিয়ে আসা ব্যগ বাড়ির পাশে একটি প্রাচীরের কোলে রেখে দিয়ে চলে যায়। তবে ওই মহিলা সেখানে ব্যাগ রাখতে বারণ করলেও সে শোনেনি বলে দাবী ওই মহিলার। এরপর তাঁর ছেলে অনুপ বাগাল খবর দেন স্থানীয় সারেঙ্গা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ, ভালো ভাবে পরীক্ষার পর সেখান থেকে সেই ব্যাগ কে লম্বা দড়ি টেনে নিয়ে যাওয়া হয় কিছুটা দূরে, এরপর ব্যাগ খুলে দেখা যায় তাতে রয়েছে কিছু জামা কাপড় এবং রাজমিস্ত্রীর কাজের জন্য প্রয়োজনীয়, হাতুলি, ওলন, কুর্নি সহ বিভিন্ন রসঞ্জাম। প্রায় সকাল নটা নাগাদ কাটে আতঙ্ক। পুলিশ সেগুলি উদ্ধার করে নিয়ে যায়।