অত্যাধিক বন্ধুসংঙ্গ থেকে দূরে থাকার পরামর্শে অভিমানী ছাত্রের আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য নদীয়ার শান্তিপুরে

22 বছর বয়সী এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ঘটনাটি শান্তিপুর পৌরসভার অন্তর্গত দু নম্বর রেলগেট স্মৃতি নগর এলাকায়। জানা যায় গত শুক্রবার বিকেল নাগাদ শুভঙ্কর সরকারকে তার তিন বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাত্রি 10:30 নাগাদ বাড়িতে ফেরে এরপর বাড়ির লোকজনের সঙ্গে কোনো কথা না বলেই নিজের ঘরে চলে যায় এর পরেই ঘটে অস্বাভাবিক ঘটনা। পরিবারের লোকজন ঘরের ভেতরে গিয়ে দেখে গলায় কাপড় দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে 22 বছর বয়সী শুভঙ্কর সরকার। এ বিষয়ে তার কাকা জানান শুভঙ্কর 12 ক্লাসের ছাত্র, কাপড়ের দোকানের কাজ করতো কৃষ্ণ নামের দীক্ষিত হওয়ার পর থেকেই তার বন্ধু-বান্ধবের সাথে মাঝেমধ্যেই বিভিন্ন মন্দিরে ঘুরতে যেতো বাড়ির লোকজন বকাবকি করাতে তা বন্ধ হয়ে যায় বেশ কিছুদিন যাবৎ। এরপর থেকেই তার বন্ধু-বান্ধব উস্কানিমূলক কথাবার্তা বলত এবং বিভিন্ন রকমের প্রলোভন দেখাতো এছাড়াও টাকাপয়সা সংক্রান্ত বিষয়ে চাপ দিত। গতকাল বিকেলে তার ওই তিন বন্ধু বাড়ি থেকে শুভঙ্কর কে ডেকে নিয়ে যায় রাত্রিরে বাড়িতে ফিরেই ঘটে এই অস্বাভাবিক ঘটনা। তার কাকার অভিযোগ, এই ঘটনা ঘটার পেছনে ওই তিন বন্ধুর যোগসাজশ রয়েছে না হলে এই ধরনের কাজ করলো কেন। এই ঘটনাকে কেন্দ্র করে ওই তিন বন্ধুর নামে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে মৃত শুভঙ্কর সরকার এর পরিবার এই ঘটনা ঘটার পর থেকেই ওই তিন বন্ধু পলাতক বলে জানা যায় পরিবারের কাছ থেকে। শনিবার শান্তিপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠায়। এছাড়াও লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।