সুমিত ঘোষ,মালদা: তিন শতক জায়গার দখল নিয়ে দুই পরিবারের সংঘর্ষ। আর এই সংঘর্ষে হাঁসুয়া দিয়ে কুপিয়ে এক ব্যক্তিকে নৃশংস ভাবে খুন করার অভিযোগ উঠল। আজ সকালে ঘটনাটি ঘটেছে মালদহের ইংলিশ বাজার থানার যদুপুর এলাকায়। জানা গেছে মৃত ব্যক্তির নাম সায়েম আলী। অভিযোগ উঠেছে তাদেরই আত্মীয় মিঠু সেখ, রিন্টু শেখ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। জানা যায় ৩ শতক জায়গার দখল নিয়ে এদিন দুই পরিবারের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আর এই ঘটনায় সায়েম আলিকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে। পাশাপাশি এই ঘটনায় অভিযুক্ত মিঠু শেখ এবং আরো এক জন আহত হয়েছে। এই ঘটনার পর মৃত সায়েম আলী এবং প্রতিপক্ষ আহতদের হাসপাতালে নিয়ে আসা হলে দুই আত্মীয়দের মধ্যে হাতাহাতি শুরু হয় হাসপাতাল চত্বরেই। আর যাকে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাইট –
১) মৃত সাহেব আলীর আত্মীয় দিলবার হোসেন।
২) অভিযুক্ত রিন্টু শেখ।