সিটু সমর্থিত পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতি নদিয়া জেলা কমিটির তরফ থেকে নদীয়ার কৃষ্ণনগরে ডিপি ওর কাছে ডেপুটেশন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের

সিটু সমর্থিত পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতি নদিয়া জেলা কমিটির তরফ থেকে নদীয়ার কৃষ্ণনগরে ডিপি ওর কাছে ডেপুটেশন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের

মলয় দে নদীয়া:-
সিটু সমর্থিত পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতি নদিয়া জেলা কমিটির তরফ থেকে নদীয়ার কৃষ্ণনগরে ডিপি ওর কাছে ডেপুটেশন জমা দিলেন একাধিক অঙ্গনারী কেন্দ্রের কর্মী সহাযয়িকারা। এদিন তারা বারো দফা দাবি নিয়ে দ্বিতীয়র কাছে ডেপুটেশন জমা দেন। তারা জানান,অঙ্গনারী কর্মী সহায়িকা দের অবিলম্বে রাজ্য সরকারের তৃতীয় কিংবা চতুর্থ শ্রেণীর সরকারি পদে নিযুক্ত করতে হবে। ২০১৪ সালের পর থেকে যারা রিটায়ার্ড করেছেন তাদেরকেও 5 লক্ষ টাকা করে দিতে হবে এরকমই আরো বেশ কিছু দাবি নিয়ে তারা ডিপি ওর কাছে ডেপুটেশন জমা দেন। তাদের দাবি যদি না মানা হয় পরবর্তীতে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেই জানিয়েছেন।