নিজস্ব প্রতিনিধি কল্যাণী সুবীর দাস।
সরদার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকীতে কল্যাণীতে সুসজ্জিত সুবিশাল র্যালি
ভারতরত্ন সর্দার বল্লভ ভাই প্যাটেল ১৫০ তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে। ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে সারা ভারতবর্ষে পালিত হচ্ছে এই জন্মবার্ষিকী। সেই মতো মঙ্গলবার মেরা যুব ভারত মহান নদীয়া জেলার পক্ষ থেকে কল্যাণীতে একটি সুবিশাল সুযোগ-সজ্জিত র্যালির আয়োজন করা হয়। এই মিছিলের অংশ নিতে দেখা গেল উত্তরপ্রদেশের রাজ্যসভার সাংসদ কবিতা পাতিধর, হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকার সহ বহু বিজেপি নেতৃত্ব ও দু হাজারের মতো বিজেপি কর্মী সমর্থকদের।
কল্যাণী মেডিকেল কলেজের সামনে থেকে শুরু হয় এই সুসজ্জিত র্যালি। আদিবাসী নিত্য ব্যঞ্জন সহ ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে এই র্যালি কল্যাণী সেন্ট্রাল পার্কে এসে সমাপ্তি হয়।

