মালদা-রাস্তার দাবিতে পথ অবরোধ বামনগোলা থানা এলাকায়। বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের তিতপুররে এলাকায় পাকুয়াহাট-গাজোল রাজ্য সড়ক অবরোধ। তিতপুর প্রাইমারি স্কুল থেকে মালদোপাড়া প্রাইমারি স্কুল পর্যন্ত ও তিতপুর স্যান্ড থেকে বিচনকুড়ি আইসিডিএস পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণের দাবিতে তুলে মঙ্গলবার প্রয় ১১ টা নাগাদ পাকুয়াহাট-গাজোল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রশাসনকে বহুবার জানিয়ে রাস্তা হয়নি।লিখিতভাবে জানানো সত্বেও রাস্তা করা হয়নি। তারই প্রতিবাদজানিয়ে এদিন পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের তিতপুর এলাকার মহিলা থেকে পুরুষ সকলে একত্রিত হয়ে রাস্তায় নেমে পথ অবরোধ করেন।অবশেষে পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অবশেষে পুলিশের আস্বাসে পথ অবরোধ তুলে নেন। এদিন প্রায় ঘন্টাখানেক ধরে বিক্ষোভ দেখান ওই এলাকার খুব্ধ বাসিন্দারা। এদিন অবরোধের জেরে। সমস্যায় পরতে হয় পথ চলতি সাধারণ মানুষকে।

