মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অস্থায়ী কর্মীদের ছাঁটাই করার প্রতিবাদে এবারে আন্দোলনে নামল মালদা জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।

মালদা: মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অস্থায়ী কর্মীদের ছাঁটাই করার প্রতিবাদে এবারে আন্দোলনে নামল মালদা জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। আন্দোলনের অঙ্গ হিসেবে বুধবার সংগঠনের পক্ষ থেকে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে এক বৈঠকে বসা হয়। সেখানে উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায়, সহকারী অধ্যক্ষ প্রসেনজিৎ বর, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার, ইংলিশ বাজার টাউন সহ-সভাপতি জয়ন্ত বোস সহ সংগঠনের অন্যান্য ব্লক নেতৃত্বরা। সংগঠনের পক্ষ থেকে দাবি রাখা হয় ১৩৫ জনের যে অস্থায়ী কর্মী রয়েছে তাদের তালিকা প্রকাশ্যে আনা। সেই সঙ্গে বেশ কয়েকজনকে ছাঁটাই করা হয়েছে। বর্তমানে তারা অনশনে বসে রয়েছে। তাদের কাজে পুনরায় নিয়োগ করতে হবে সহ একাধিক দাবি তুলে ধরা হয়। যদিও সেই সমস্ত দাবি-দাওয়া বিবেচনা করে দেখা হচ্ছে বলে আশ্বস্ত করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।