বেলঘড়িয়া-গবার চর তালতলা পাড়ায় কালো ষাঁড়ের তাণ্ডব, আতঙ্কিত এলাকাবাসী

বেলঘড়িয়া-গবার চর তালতলা পাড়ায় কালো ষাঁড়ের তাণ্ডব, আতঙ্কিত এলাকাবাসী

মলয় দে নদীয়া :-
বেলঘড়িয়া টু গবার চর তালতলা পাড়া এলাকায় একটি কালো রঙের ষাঁড়ের তাণ্ডবে চরম আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল রাতে ওই ষাঁড়টি পরপর তিনটি বাড়ি ভাঙচুর করে এবং যাকে দেখছে তাকেই তেড়ে মারার চেষ্টা করছে। এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্কের পরিবেশ।

স্থানীয়রা জানান, কালো রঙের ষাঁড়টি গতকাল রাত থেকে এলাকায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে এবং এখনও সেই এলাকাতেই ঘুরে বেড়াচ্ছে। বহু চেষ্টা করেও ষাঁড়টিকে এলাকা থেকে তাড়ানো সম্ভব হয়নি। শিশুরা তো বটেই, প্রাপ্তবয়স্করাও ভয়ে বাড়ির বাইরে বের হতে পারছেন না।

স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। আতঙ্কিত এলাকাবাসী দ্রুত ষাঁড়টিকে ধরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।