বেতন বিদ্ধির দাবিতে কল্যাণী এইমসের প্রশাসনিক ভবনের সামনে ডি গ্রুপ কর্মীদের কর্মবিরতি

বেতন বিদ্ধির দাবিতে কল্যাণী এইমসের প্রশাসনিক ভবনের সামনে ডি গ্রুপ কর্মীদের কর্মবিরতি

মলয় দে নদীয়া:-
বেতন বিদ্ধির দাবিতে কল্যাণী এইমসের প্রশাসনিক ভবনের সামনে ডি গ্রুপ কর্মীদের কর্মবিরতি।
এদিন সকাল থেকেই এই কর্মবিরতি কর্মসূচি সংগঠিত করে ডি গ্রুপের কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কল্যাণী থানার পুলিশ।
যদিও কেন তাদের আন্দোলন এই বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে চায় নি বিক্ষোভ কারিরা।
এই বিক্ষোভের ফলে রুগী পরিষেবা নিতে আসা মানুষেরা সমস্যায় পড়ে